ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
বিএনপি নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে চরফ্যাশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশ

ভোলা: আগামী জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে বিএনপি যত প্রস্তাব দিয়েছে তা বাস্তব সম্মত নয়। মূলত তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি একথা বলেন।

এরআগে, উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ভোটের জন্য নয়, উন্নয়ন করছেন দেশের মানুষের জন্য।

এই চরফ্যাশনে যে উন্নয়ন হয়েছে তা ২০০ বছরেও বিএনপি করতে পারবে না।

সুধী সমাবেশে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।