ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিরল পৌর নির্বাচনে ৭০ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বিরল পৌর নির্বাচনে ৭০ প্রার্থীর মনোনয়ন দাখিল বিরল পৌরসভার প্রথম নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

দিনাজপুর: উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের নবগঠিত বিরল পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে ৬ জনসহ মোট ৭০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার (২৭ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, বিরল পৌর বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, বিরল উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন দুলাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আজাদ মনি, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম লাবু, আওয়ামী লীগ নেতা ফরহাদুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোখলেসুর রহমান ভুট্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।  

আগামী ২৮ ও ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ৭ ডিসেম্বর প্রতিকবরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

নবগঠিত বিরল পৌরসভার নির্বাচনে ৯ হাজার ৬৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০১১ সালের ১৯ এপ্রিল শংকরপুর, আলীপুর, বিরল, হুসনা, পাইকপাড়া, ব্রহ্মপুর, চকভবানী, রবিপুর, পূর্ব মহেশপুরের ৫ দশমিক ৩০ বর্গ কিলোমিমটার এলাকা নিয়ে বিরল পৌরসভা গঠিত। ২০১২ সালের ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিরল পৌরসভার উদ্বোধন করেন।  

এরপর ২০১৩ সালের ২৭ জুন বিরল পৌরসভার পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়। বর্তমানে এই পৌরসভায় ৮ জন স্থায়ী ও অস্থায়ী ৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।