ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার পরোয়ানার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
খালেদার পরোয়ানার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ  বিক্ষোভ মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতারা। ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির  প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে কোর্ট -কাচারি হয়ে শাঁখারীবাজার মোড়ে গিয়ে শেষ হয়।  

এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব।

এ সময় জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিক বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখবে এমন কারাগার নেই, যেখানে তাকে আটকে রাখা যাবে। অবৈধ সরকারের এ অসৎ উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না ছাত্রদল।  

মিছিলে উপস্থিত ছিলেন- জবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল জলিল, মিরাজ রহমান, এ. ডি. এম. বাকীর জুয়েল, এস. এম. আল আমিন, রেজাউল করিম, আবি আব্দুল্লাহ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, কে. এম. সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামান আসলাম, আবুল খায়ের ফরাজি, মিজানুর রহমান শরীফ, সাংগঠনিক সম্পাদক, সাদিকুর রহমান সাদিক, সহ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন, আতিকুর রহমান, রেদোয়ান উল্ল্যাহ অর্নব, প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল মৃধা চৌধুরী, সিনিয়র ছাত্রনেতা কাইয়ুম, জাহিদ, রায়হান, আবির, হিমেল, তাজ, মিল্লাত, শাহাদাত, বাবু, জাফর, রুমি, রতন, ওয়াসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
ডিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।