ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ’লীগের ২ নেতা বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ’লীগের ২ নেতা বহিষ্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় লিখিত বক্তব্যে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য এম নুরুজ্জামান বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

অপরদিকে জেলা তাঁতী লীগের সভাপতি এসএম বদরুদ্দোজা স্বাক্ষরিত বহিষ্কারদেশে উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদারকেও একই কারণে বহিষ্কার করা হয়।

আগামী ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ওই দুই প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘন্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।