ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঔদ্ধত্যপূর্ণ কথা বলে দেশ চালানো সম্ভব নয়: মির্জা ফখরুল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
ঔদ্ধত্যপূর্ণ কথা বলে দেশ চালানো সম্ভব নয়: মির্জা ফখরুল 

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঔদ্ধত্যপূর্ণ কথা বলে দেশ চালানো সম্ভব নয়। 

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।  

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে প্রধানমনস্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সব দলকে নির্বাচনমুখী করার দায় সরকারের।

 

‘এবার বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।  

‘বেশি কথা বলার কারণে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা হারিয়েছে। খালেদা জিয়াকে নিয়ে কথা বলা জনগণের কাছে হাস্যকর। ’

বাংলাদেশ সময়:২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।