ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ভোলা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা নিয়মে যথা সময়ে  অনুষ্ঠিত হবে। কোন সরকার এলো গেলো তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদের সার্বিক সহযোগিতা করবে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করা হবে।

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। তাই  উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে তিনি একইভাবে তজুমদ্দিনে নতুন আরেকটি থানা ভবনের উদ্বোধন করেন।
দেশের আইনশৃঙ্খলার বিষয়ে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিলো ঠিক তেমনি সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জীবনের মায়া ত্যাগ করে তারা সফলতার সঙ্গে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।