ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই

বাগেরহাট: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। যারা আন্দোলন সংগ্রামের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইনস্যুরেন্স ডেভলপমেন্ট ও রেগুলেটরি অথরিটি বাংলাদেশ (আইডিআরএ)-এর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ, ইনস্যুরেন্স ডেভলপমেন্ট ওরেগুলেটরি অথরিটি বাংলাদেশ (আইডিআরএ)-এর সদস্য গোকুল চন্দ্র দাস।

অনুষ্ঠানে এক হাজার কৃষকের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।