শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রেলওয়ে শ্রমিক দল কার্যালয়ের সামনে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি বিজয় র্যালি নিয়ে দলীয় কার্যালয় থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয় জেলা রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা অভিযোগ করে বলেন, আমাদের সুশৃঙ্খল বিজয় র্যালিতে অতর্কিত হামলা চালিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
তবে বিএনপির অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিএনপির এক কর্মী প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে। ওই কর্মীকে খুঁজে না দেয়া পর্যন্ত তাদের মিছিল করতে নিষেধ করা হয়েছিল। এরপরও তারা মিছিল বের করায় তাদের সঙ্গে আলোচনায় গেলে তারা উল্টো হামলা চালায়। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরবি/