শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে নাসিক স্টেডিয়াম সোনাকান্দার আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আইভী বলেন, আমাদের এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে।
‘দেশকে আমরা ভালোবাসি। দেশকে উন্নত করতে যা যা প্রয়োজন আমরা তাই করবো। আমি বন্দরকে ভালোবাসি তাই প্রীতি অনুষ্ঠানটি এখানে করেছি। এখানে দেখেছি অনেকেই দাবি করেছেন এটা চাই, সেটা চাই। সারাবছরই তো আপনাদের অভিযোগ শুনি, আজকে আমরা আনন্দ করবো। আজকের দিন বিজয়ের দিন, আনন্দের দিন, তিনি এও যোগ করেন।
তিনি বলেন, আমার কাছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যে যখন যায় তার কাজ আমি করে দেই। আমি কখনো জিজ্ঞেস করিনা আপনি কোন দল করেন। যদি আপনাদের কোনো কাজের ব্যাপারে কিছু বলার থাকে আমার সঙ্গে দেখা করে বলে আসবেন।
তিনি আরো বলেন, যে মহান সন্তানদের জন্ম না হলে আমাদের দেশ হতোনা তাদের আজকে আমি স্মরণ করছি। নতুন প্রজন্মের সন্তান যারা আজকে এখানে আছে তারা বড় হয়ে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা করছি।
নারায়াণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় কাউন্সিলররা অংশ নেন।
এসময় মহিলা কাউন্সিলরদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় কাউন্সিলর গোলান নবী মুরাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) এহতেশামুল হক, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ মনোয়ারা, আয়েশা আক্তার দিনা, কাউন্সিলর ইকবাল হোসেন, শাওন অংকন, কবির হোসেন, হান্নান সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
টিএ