ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বিএনপির নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান সম্মেলনে বক্তব্য রাখছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। ছবি: বাংলানিউজ

বগুড়া: বিএনপি-জামায়াত জোট দেশে যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সে জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের তৃর্ণমূল পর্যায়ে কাজ করতে হবে।

যাতে করে বিগত দিনের মতো উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করতে এদেশের জনগণ আবারো নৌকায় ভোট দিতে পারে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হালিম রঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী, শাজাহানপুর ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরদ-ই-খুদা জুয়েল, দুলাল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন আলম, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।