ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রাজনৈতিক সদিচ্ছাই পারে মাদকের আগ্রাসন রোধ করতে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
‘রাজনৈতিক সদিচ্ছাই পারে মাদকের আগ্রাসন রোধ করতে’ সেমিনার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: রাজনৈতিক সদিচ্ছাই স্থানীয় পর্যায়ে মাদকের আগ্রাসনকে রুখে দিতে পারে। তাই তারুণ্য বিধ্বংসী মাদকের আগ্রাসনকে রুখে দিতে রাজনীতিবিদদের উদ্যোগ নিতে হবে।

রোববার (৩১ ডিসেম্বর) নোয়াখালীর মাইজদী একতা কমিউনিটি পুলিশিং ও সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তারুণ্য বিধ্বংসী ইয়াবা ও মাদক রুখে দাঁড়াও’ শীর্ষক সেমিনারের আলোচকরা এ কথা বলেন।  

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক-প্রাণ’র প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।

সঞ্চালনা করেন একতার সাধারণ সম্পাদক গোলাম আকবর অ্যাডভোকেট।  
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস্ট কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক কাজী রফিক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, সরকারি কৌসুলী কাজী মানছুরুল হক খসরু অ্যাডভোকেট।

সেমিনারে আলোচকরা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।

এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের পাশাপাশি শাস্তি নিশ্চিত করে দ্রুত নিষ্পক্তির লক্ষ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন ও আদালতে আলামত হেফাজতখানা নির্মাণের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএমএস/ওএইচ্

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।