ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে বিরুপ প্রভাব পড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে বিরুপ প্রভাব পড়বে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ

রাঙামাটি: কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার বলেছেন, প্রতিনিয়ত পাহাড়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হত্যা করছে আঞ্চলিক সংগঠন জেএসএস’র অস্ত্রধারী সন্ত্রাসীরা। পাহাড়ে এখন অবৈধ অস্ত্রধারীদের ভয়ে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। তাই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর বিরুপ প্রভাব পড়বে।

বুধবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।

এজন্য সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুহাম্মদ ফজলুল কাদের তালুকদার মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ একরামুল হকের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি জাহেদ আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মার্মা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।