বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী পরিচিতি সভায় এমন অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের সংখ্যা বেশি।
সিনেট নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে সিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ। তবে যে রাষ্ট্রে গণতন্ত্র নেই, সেখানে সিনেট নির্বাচন কতোখানি সুষ্ঠু হবে তাতে সন্দেহ রয়েছে। গতবারের অভিজ্ঞতা মনে আছে, প্রার্থীদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে বিএনপির এ নেতা বলেন, শুক্রবার ‘গণতন্ত্র হত্যা দিবস’। প্রশাসন থেকে আমাদের কোনো ধরনের কার্যকলাপ করার অনুমতি দেয়নি। কিন্তু আওয়ামী লীগকে ঢাকা উত্তর-দক্ষিণে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে। এক চোখা সব কিছু।
শুক্রবারের র্যালির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। এ বিষয়ে রাতে জানানো হবে বলে বক্তব্যের এক পর্যায়ে জানান তিনি।
এছাড়া ২ জানুয়ারির ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ বাধা দেয়নি। ঝামেলা করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তার জন্য টাকা দিয়ে ভাড়া করা সেমিনার হল বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।
বিএনপি ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হাসানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা জানুয়ারি ০৪, ২০১৮
এমএসি/এসএইচ