ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোনো সরকারই শেষ সরকার নয়: মওদুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
কোনো সরকারই শেষ সরকার নয়: মওদুদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, কোনো সরকারই শেষ সরকার নয়, এ সরকারও শেষ সরকার নয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় হেভেন কমিউনিটি সেন্টারে আয়োজিত মহানগর বিএনপির কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

মওদুদ আহমেদ বলেন, ‘৭৫ সালের মার্চে একবার আমাদের অধিকার হরণ করা হয়েছে।

এবার আবার হয়েছে। এ সংসদে ১৫৪ জনকে নির্বাচিত করতে কারো ভোট দিতে হয়নি। ’

তিনি বলেন, ‘এবার আর ছাড় দেয়া হবে না, এ অবৈধ সরকারকে তাড়ানো হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেয়া হবে না, আর ফাকা মাঠেও গোল দিতে দেয়া হবে না। যেই বাঁধ তারা তৈরি করেছেন, সে বাঁধ ভেঙে যাবে। ’

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, আতাউর রহমান মুকুল, নুরুদ্দিন, অ্যাডভোকেট জাকির হোসেন, আয়েশা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপি নেতা ফারুক হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।