ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে বাদ দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
খালেদাকে বাদ দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না  সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ফেনী: খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে শেখ হাসিনা সরকারও কোনো নির্বাচন করতে পারবে না। 

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় ফেনী শহরের রামপুরে সদর উপজেলা বিএনপির সদ্যপ্রয়াত সভাপতি সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের রিজভী এসব মন্তব্য করেন।
 
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা ভিত্তিহীন।

এ মামলার সঙ্গে চেয়ারপারসনের কোনো সম্পৃক্ততা নেই। জাল নথি, অসত্য তথ্য ও বানোয়াট অভিযোগ জমা মামলাটি করা হয়েছে।  

‘বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করার জন্য এমন মামলা দেওয়া হয়েছে। সাজানো এই মামলাটি আইনিভাবে মোকাবেলা করা হচ্ছে। ’ 

রিজভী বলেন, মামলাটি সাজানো, এ মামলায় বিচার যদি সরকারের উচ্চ পর্যায়ের হয়ে থাকে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। বিভিন্নভাবে হয়রানি করে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না শেখ হাসিনার সরকার। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশ নেবে।  

‘বিএনপি গণভিত্তিক দল, এ দলকে নির্বাচন থেকে বিচ্যুত করতে পারবে না। তবে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। ’

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএইচড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।