ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রায় ঘোষণার আগেই বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
‘রায় ঘোষণার আগেই বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে’ প্রশিক্ষণ স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে শাজাহান খান-ছবি-বাংলানিউজ

বগুড়া: ‘বিএনপি মুখে আইনের শাসনের কথা বলে, কিন্তু বিশ্বাস করে না। খালেদা জিয়া তার অপরাধের কারণে এখন বিচারের মুখোমুখি। আদালত তার অপরাধের বিষয়ে রায় দেবেন। অথচ রায় ঘোষণার আগেই বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে’। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ড্রাইভিং ও মোটরযান সহকারী প্রশিক্ষণ স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।  
 
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের আপামর জনতা বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলো।

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিয়েছিলো।
 
তিনি বলেন, ‘ওই সময় বিএনপি জোট লাগাতার আন্দোলনের নামে দেশে যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছিলো। তারা পেট্রোল মেরে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করেছিলো। সেই ঘটনার প্রতিবাদে দেশের শ্রমিকরা লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন। সন্ত্রাসীদের নির্মূল করে ঘরে ফিরেছিলেন তারা। ’  
 
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা ট্রাক মালিক সমিতিরি সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, জেলা মোটর মালিক গ্রুপ নেতা আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
 
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কামরুল মোর্শেদ আপেল ও মাহবুবুর রহমান মানিক।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।