ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে বিএনপি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
 বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে বিএনপি বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সমাবেশে হাছান মাহমুদ

ঢাকা: বিএনপি সন্ত্রাসী-বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

বৃহস্পতিবার (০১ ফেব্রোয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করবে।

তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ঢাকা শহরে নাশকতা চালাবে। এজন্য সারাদেশ থেকে বিএনপি-জামায়াত সন্ত্রাসী-বিশৃঙ্খলাকারীদের ঢাকা শহরে ঢুকাচ্ছে। এজন্য আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে এবং দুষ্কৃতকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার গাড়ি বহর আদলত থেকে ফেরার পথে যে ভাবে ফিল্মি স্টাইলে পুলিশের উপর হামলা এবং অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে, প্রিজন ভ্যান থেকে তালা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে, এটি হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন পুলিশের ওপর হামলাকারীদের তিনি চেনেন না। তারা নাকি বহিরাগত। তার মিথ্যাচার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এসময় তিনি হাস্যরস করে বলেন, সম্ভবত বিএনপির মিছিলে জাতীয়তাবাদী জ্বিন থাকে এবং সেই জ্বিনেরাই হামলা চালায়।

তিনি বলেন, জিয়া এতিমখানা কোথায় কেউ জানে না। জিয়া এতিমখানা ছিল খালেদার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাস ভবন। সেখানে অবশ্য দুইজন এতিম থাকতেন। একজন তারেক রহমান, আরেকজন এতিম আরাফাত রহমান কোকো।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, বলরাম পোদ্দার, শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।