ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার রায়কে ঘিরে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
খালেদার রায়কে ঘিরে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান স্বাধীনতা ফোরামের অনুষ্ঠানে অতিথিরা-ছবি-বাংলানিউজ

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ৮ ফেব্রুয়ারির রায়কে ঘিরে দলীয় নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

 

আলাল বলেন, ৮ ফেব্রুয়ারির রায়কে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, নেত্রীকে বাইরে রেখে নির্বাচনের চিন্তা করা হয়-এ জন্য নেতাকর্মীদের সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নেতৃত্বদানকারী নেতারা যদি কারাগারে থাকে তাহলে নিজেদের দায়িত্ব নিতে হবে। সব ধরনের প্রস্তুতি নিয়ে সরকার দলের ষড়যন্ত্র বানচাল করতে হবে।  

তিনি আরও বলেন, যদি রায়ের দিন ঠিক থাকে তাহলে নেত্রী বেকসুর খালাস পেয়ে বের হয়ে আসবেন। আর যদি রায়ের দিন পরিবর্তন হয়, কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে আপনাদের (নেতাকর্মীদের) প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এরপর থেকে আমরা রাজপথেই থাকবো।  

আওয়ামী লীগ নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের ঘরের মধ্যে কোন্দল শুরু হয়েছে। এখন দুইটি খবর সব সময় দেখা যায়। একটা সড়ক দুর্ঘটনা, অন্যটি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংর্ঘষ, মারামারিতে আহত-নিহতের খবর।  

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।