ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্বিত্ব থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্বিত্ব থাকবে না কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সুনামগঞ্জ: এবার নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্বিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা বর্তমান সরকারের অধীনে হবে এর কোনো বিকল্প নেই।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচান গ্রামে ভারতের অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, আমরা সব সময় আদালতকে সম্মান করি আদালতের কাজে কখনো আওয়ামী লীগ হস্তক্ষেপ করে নাই। আমার নির্বাচিত সরকার হিসেবে আমাদের দ্বায়িত্ব পালন করে
যাচ্ছি।

বেগম জিয়া বলেছেন, প্রশাসন তার সঙ্গে আছে, পুলিশ তার সঙ্গে আছে সেনাবাহিনী তার সঙ্গে আছে, সবই তো তার সঙ্গেই আছে। তাহলে তিনি নিরপেক্ষ সরকার চান কেন?
বিচারপতি নিয়োগ বিষয়ে বিএনপির ইতিবাচক প্রতিক্রিয়ায় খুশি আওয়ামী লীগ।

তিনি ভারতকে বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের গ্রামীন জনগোষ্ঠির স্বার্থসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্পে অর্থ সহায়তা করায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।