ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ নেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাসভবন থেকে তাদের আটক করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল।

ইসরাইল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে ভৈরবে শুভেচ্ছা জানানোর কথা ছিল। সকাল থেকে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাসভবনে নেতারা জড়ো হন। দুপুরে পুলিশ গিয়ে ওই চার নেতাসহ বেশ কয়েকজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।