ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোটালীপাড়া পৌরসভার মেয়র হলেন একক প্রার্থী শেখ কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
কোটালীপাড়া পৌরসভার মেয়র হলেন একক প্রার্থী শেখ কামাল

গোপালগঞ্জ: অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ কামাল হোসেন।

সোমবার (১২ মার্চ) বিকেলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি। তাই একমাত্র প্রার্থী হিসেবে তাকেই বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে।

 

তিনি আরো জানান, ১২ মার্চ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে পাঁচ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ ও পুরুষ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী রয়েছেন।  

২৯ মার্চ মহিলা ও পুরুষ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।