ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় জামায়াতের সাবেক আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
হাতীবান্ধায় জামায়াতের সাবেক আমির গ্রেফতার

লালমনিরহাট: প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের সাবেক আমির ইউনুচ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির অদূরে হাতীবান্ধা বন্দর বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউনুচ আলী হাতীবান্ধা মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমানে আলিমুদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক পদে কর্মরত আছেন।

হাতীবান্ধা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, ২০১৫ সালে হাতীবান্ধার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হামিদুল ইসলাম বাদী হয়ে জামায়াত নেতা ইউনুচ আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ প্রতারণার মামলা দায়ের করেন।

মামলাটি পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে ইউনুচ আলীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।