ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
খালেদার বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার গুলশান ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’/ছবি: বাংলানিউজ

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার নেওয়া হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সদস্যদের তুলে নেয়া হয়।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন উপ-পরিদর্শক ও ৩ জন কনস্টেবল খালেদা জিয়ার গুলশানের বাসায় সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  

গুলশান ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় বসবাস করেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

গুলশানের বাসভবনে এখন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মচারী খায়রুল, সুমন, ড্রাইভারসহ কয়েকজন অবস্থান করছেন। এছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তা টিম চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স- সিএসএফের পাঁচ সিপাহী ও একজন ডিউটি অফিসারসহ ছয়জন সেখানে অবস্থান করছেন।

জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ওই এলাকা ডিপ্লোমেটিক জোনের মধ্যে। তারা ওখানে নিরাপত্তা দেয়। খালেদা জিয়ার বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রত্যাহার করা হয়েছে কি না আমার জানা নেই।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।