ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
দেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা/ ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায়। দেশে কোনো মানুষ সঠিকভাবে নাগরিক সেবা পাচ্ছে না। স্বাধীন দেশে কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না।

বুধবার (২৫ এপ্রিল) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।

মজিবর রহমান সরোয়ার বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি আপোষ করেননি বলেই গণতন্ত্রের কথা বলায় আজ তিনি কারাগারে রয়েছেন।  

আগামীতে আন্দোলন সংগ্রামে দলীয় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহবান জানান বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এর আগে একই দাবিতে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।