ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দল হিসেবে আ’লীগ আইডেন্টিটি হারিয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
‘দল হিসেবে আ’লীগ আইডেন্টিটি হারিয়েছে’ আলোচনা সভায় বিএনপির নেতারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তার আইডেন্টিটি হারিয়েছে। কেননা, স্থানীয় নির্বাচনে জয় পেতে তারা এখন মন্ত্রী-সংসদ সদস্যদের (এমপি) ব্যবহারের সুযোগ চাচ্ছে। বাংলাদেশের আর কোনো দল এমনটি চায় বলে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই মন্ত্রী এমন মন্তব্য করেন।  

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সরকার সাংবিধানিক অধিকার সংকুচিত করে ফেলছে, যাতে তাদের কোনো প্রতিদ্বন্দ্বি না থাকে।

এজন্য সংস্থাগুলোকেও তারা ব্যবহার করছে। সম্প্রতি নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে স্থানীয় নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের (এমপি) ব্যবহারের সুযোগ করে নিতে চাচ্ছে। নির্বাচনে জেতার জন্য আর কোনো এমনটি চায় বলে মনে হয় না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, তারেক রহমানের নাগরিকত্ব জন্মগত অধিকার। রাজনৈতিক আশ্রয় নিলেই নাগরিকত্ব হারায় না। আপনার রাজনৈতিক আশ্রয়ের সংজ্ঞা, নিয়ম-কানুন পড়ে দেখুন অথবা মন্ত্রণালয়কে বিষয়টি জানতে বলুন।

তিনি বলেন, একটি দেশের স্বৈরতান্ত্রিক সরকারের কারণে যখন জীবনের ভয় থাকে, তখন অন্য দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়া যায়। ভয় না দূর হওয়া পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ে থাকা যায়। তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এজন্য তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে। কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার সঙ্গে নাগরিকক্ত হারানোর কোনো সম্পর্ক নেই।

বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক রায়ে তার সাজা হয়েছে। তাই বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তিনি কারাগারে ভীষণ অসুস্থ। তাকে তার ডাক্তারের কাছে, তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। এতে দেশের জনগণ শঙ্কার মধ্যে রয়েছে।

খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় বিএনপি নেতা আবু নাসের মো. রাহমাতুল্লাহও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।