ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
গাজীপুরে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক 

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকা থেকে এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

আটকরা হলেন- কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) ও একই উপজেলার বড়নগর এলাকার ফারুক খানের ছেলে তানিন (২৮)।  

শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা  দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, আবুল বাশার কাজল কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

অস্ত্র-গুলিসহ আটকের বিষয়টি জেলা ছাত্রলীগ নেতাদের জানানো হয়েছে বলেও জানান সাদেকুর।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।