ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকারের কর্মের দোষ নৌকার উপরেই বর্তায়’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
‘সরকারের কর্মের দোষ নৌকার উপরেই বর্তায়’  বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: নৌকা মার্কার সরকার। এই সরকারের কর্মের গায়ে যে দোষ তা তো নৌকার উপরেই বর্তায়। সুতরাং, নৌকার মাঝি যতোই ভালো হোক না কেন, নৌকার তলা যেখানে ঠিক নেই সে নৌকা পার করা বড় কষ্টকর।

শুক্রবার (২৬ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন কেন্দ্র করে গঠিত ২০ দলীয় জোটের সমন্বয়কারী গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর বলেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে আমরা যে জয়ী হবো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

কিন্তু নির্বাচনটা কেমন হবে? সাংবাদিকদের মাধ্যমে যে খবর পাই তাতে এই বিজয় ছিনিয়ে নেওয়া খুব কঠিন কাজ না। মাহবুব-উল আলমদের মতো লোকদের যে ‘ডোন্ট কেয়ার’ ভাব এটা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বহুদলীয় গণতন্ত্র হয়, একদলীয় গণতন্ত্র হয় না। তাদের ভাষাটি কিন্তু সব সময় একদলীয়।  

আওয়ামী লীগের একজন নেতার সমালোচনা করে তিনি বলেন, মাহবুব-উল আলম হানিফ যদি বলেন যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী সুস্থ আছেন ততোদিন প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন, তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী সুস্থ নেই। ক্ষমতায় থাকা-না থাকায় যেহেতু জনগণের ইচ্ছার একটি বিষয় আছে, সেখানে এ ধরনের দাম্ভিকতা থাকাটা ভালো না।  

কেসিসি নির্বাচন পরিচালনায় খুলনা ২০ দলীয় জোটের সমন্বয়ক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবীব, রবিউল ইসলাম খান রবি, মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, মনিরুজ্জামান মন্টু, বিজেপি নেতা সিরাজুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু ও শফিকুল আলম তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।