ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
রাজধানীতে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর রামপুরায় পূর্ব শত্রুতার জের ধরে আশিকুর আলম রিপন (২৮) নামে এক যুবলীগের নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রিপন রামপুরা ৯৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

আহতের ফুফাতো ভাই হাসানুজ্জামান তুহিন বাংলানিউজকে জানান, রিপন পূর্ব রামপুরা এলাকায় থাকেন। বিকেলে কোনো কাজে জন্য রামপুরা পূর্ব বনশ্রী সি ব্লকের শেষ মাথায় যান রিপন। এ সময় খিলগাঁও ভূঁইয়া পাড়ার বিল্লালসহ তার সহযোগীরা রিপনকে মারধরসহ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

পূর্ব শত্রুতার জের ধরে রিপনের উপরে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।  

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রিপনের বুকে আঘাত থাকায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত হৃদরোগ হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।