ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাহাড়ে ৪৮ ঘণ্টার হরতালও স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মে ৭, ২০১৮
পাহাড়ে ৪৮ ঘণ্টার হরতালও স্থগিত রাঙ্গামাটিতে সোমবারের হরতালের চিত্র

খাগড়াছড়ি: মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেপ্তার এবং অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে দুই সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল স্থগিত করা হয়েছে।

সোমবার (০৭ মে) দুপুর ৩টা থেকে হরতাল স্থগিতের ঘোষণা দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। সংগঠন দুটির তিন পার্বত্য জেলায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা হরতাল পালন করে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ হরতাল স্থগিতের খবর নিশ্চিত করে বলেন, প্রশাসনের আশ্বাসে সবার মতামত নিয়ে আমরা হরতাল স্থগিত করেছি।

এর আগে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রোববার (৬ মে) খাগড়াছড়িতে ৭২ ঘণ্টা হরতাল ডেকে ১২ ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে।

হরতালের কারণে সোমবার সকাল থেকে খাগড়াছড়িতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে বেলা বাড়ার সাথে সাথে শহরে যান চলাচল বাড়ে। খুলতে থাকে দোকানপাট।  

এদিন সকালে হরতাল সমর্থকরা মুসলিমপাড়া এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। নারিকেল বাগান সড়কে একটি ট্রাক ও একটি ইজিবাইক ভাঙচুর করেন হরতালকারীরা। এছাড়া বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে।

রাঙ্গামাটির জেলার নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে নিহত শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গত শুক্রবার সকালে একই উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৫ জন নিহত হন। তার মধ্যে মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদারও ছিলেন।
 
গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তিন বাসিন্দা কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মহরম আলী ও গাড়ি চালক মো. বাহার মিয়া জেলার মহালছড়ির মাইসছড়ি থেকে নিখোঁজ হন। এখনও তাদের উদ্ধার করতে পারেনি প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।