ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১২, ২০১৮
ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী বক্তব্য দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অক্টোবরে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণা হলে ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে, এটাই নিয়ম। এটা তো সাংবিধানিকভাবে দেশের পলিসি। যে পলিসিতে পাঁচবছর অন্তর অন্তর নির্বাচন হয়। 

জেলা পরিষদ টাওয়ার উদ্বোধন উপলক্ষে শনিবার (১২ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওর কলেজ মাঠে আয়োজিত জনপ্রতিনিধি ও জনতার সমাবেশে তিনি একথা জানান।  

বিএনপিকে উদ্দেশ্য করে এলজিআরডি মন্ত্রী বলেন, উনারা (বিএনপি) বলছেন, খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে যাবেন না।

মুক্ত করার পথ কী? একজন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করার পথ হচ্ছে আইনি প্রক্রিয়া। এছাড়া কোনো পথ নেই। আপনারা তাকে (খালেদা) মুক্ত করতে চান আইনি ব্যবস্থায় যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এতে আমাদের কী করার আছে। ’

‘আমরা তো চাই-ই উনাদের (বিএনপি) নেত্রী এসে নির্বাচন করুক। খেলার মাঠে আমরা দুর্বল টিম নিয়ে কেন খেলতে যাবো?’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগের নাই, সরকারেরও নাই। যদি তাকে মুক্ত করতে হয় আদালত ও আইন মুক্ত করবে। আমরা চাই তারা নির্বাচনে আসুক।  

মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।