ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৮
খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি-বাংলানিউজ

ঢাকা: খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এদেশে কোনো নির্বাচন হবে না। অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ।

কিন্তু যদি সেই নির্বাচনের পরিবেশ না থাকে, সেই নির্বাচন যারা পরিচালনা করবে তারা যদি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় তাহলে সে নির্বাচন কখনও হবে না। সেজন্য আমরা পরিষ্কার করে বলেছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।  

যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারাই খালেদাকে কারাগারে আটকে রেখেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকার আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমাদের নতুন করে শপথ নিতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

বর্তমান নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, কথায় কথায় সরকারি দলের ধমকে যারা আইন পরিবর্তন করে সেই নির্বাচন কমিশনকে অবশ্যই বাতিল করে নতুন নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একজন সৈনিক-প্রেসিডেন্ট ও রাজনীতিবিদ হিসেবে জিয়াউর রহমান সফল ছিলেন। যারা দেশের উন্নতি চায় না, সেসব দেশি-বিদেশি কুচক্রিমহল জিয়াউর রহমানকে হত্যা করেছিল।  

তিনি বলেন, আইন আদালতের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। সরকারের পতনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেজন্য আমরা যে ধরনের আন্দোলন করছি সে আন্দোলনের মধ্যেই আন্দোলন সীমাবদ্ধ থাকবে না। দেশের মানুষই সেই ধরনের কর্মসূচি দেবে, যাতে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিমা রহমানসহ দলীয় নেতারা।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।