ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ২৯, ২০১৮
ইসি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে ইফতার মাহফিলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে। আমরা বিশ্বাস করি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।

মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর আলীপুর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি খালেদা জিয়ার কারামুক্তির অযৌক্তিক দাবি নিয়ে নির্বাচনে না আসে তবে তারা অস্তিত্ব হারাবে।

অস্তিত্ব ধরে রাখতে হলেও তাদের নির্বাচনে আসতে হবে।  

এসময় তিনি আরো বলেন, তাদের সিনিয়র আইনজীবীদের ভুলের কারণে আজ খালেদা জিয়া কারাবাস করছেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।