ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি আদালতের ধার ধারে না’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ১, ২০১৮
‘বিএনপি আদালতের ধার ধারে না’  বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু-ছবি: বাংলানিউজ


 
কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,  বিচার বিভাগ যখন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান, আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না।
 

শুক্রবার (০১ জুন) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশে ‘একদলীয় গণতন্ত্র তাই  আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না’- বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে ইনু এসব কথা বলেন।

ইনু আরো বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ।

এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধর্না দিয়ে আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দমত বিচারপতির আদালতেই খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন,  উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
 
পরে তিনি মিরপুর উপজেলার হালসা বাজার কমিটির আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।