ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ২, ২০১৮
সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। নতুন যাত্রায় বিশ্ব সভ্যতায় বাংলাদেশ এখন বিশ্বে অমিত সম্ভবনার দেশ। 

নীলফামারীসহ সারা দেশে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের পক্ষ নিয়ে কেউ যদি সুপারিশ করে তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

শনিবার (২ জুন) দুপুরে জেলা শহরে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এসব কথা বলেন।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের যৌথ আয়োজনে নীলফামারীর শহীদ মিনার চত্বরের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, জেলা জজকোর্টের পিপি অ্যাড. অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু।

সংস্কৃতি মন্ত্রী নূর বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দেশে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল হলেও এখন যুব সমাজকে ধ্বংস করছে মাদক। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অভিযান চলছে। সবার প্রচেষ্টায় দেশকে মাদক মুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।