ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে বাসচাপায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ৩, ২০১৮
সিলেটে বাসচাপায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসচাপায় খালেদ মিয়া (২৬) ও মুহিব মিয়া (২৫) নামে দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল জায়ফর গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে এবং মুহিব পশ্চিম ব্রাক্ষণগ্রাম এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।



স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে একটি ইফতার মাহফিলে যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় পৌঁছালে সিলেটগামী বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে খালেদ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মুহিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ বাংলানিউজকে বলেন, নিহত দু’জন উপজেলা ছাত্রলীগের কর্মী। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে রাত রাত ৮টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।