তিনি বলেন, আমার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজুকে হত্যা করা হয়েছে।
রোবার (১২ আগস্ট) দুপুরে রাজুর মরদেহ দেখতে নেতাকর্মীদের নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান আরিফুল।
এসময় তার কাছে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করার দাবি জানান পদবঞ্চিত কমিটির নেতাকর্মীরা।
শনিবার (১১ আগস্ট) রাত ৯টায় নগরীর কুমার পাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ নতুন কমিটির কতিপয় ক্যাডারদের হামলায় গুরুতর আহত হন রাজুসহ তিন ছাত্রদলকর্মী।
তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকালে মারা যান রাজু। আহত জাকির হোসেন উজ্জ্বল ও সালাহ লিটনকে হাসাপাতালে চিকিৎসাধীন।
নিহত ছাত্রদল নেতা রাজু উপশহর এ-ব্লকের ৯ নম্বর রোডের ১২ নম্বর বাসার বাসিন্দা ফজর আলীর ছেলে। তিনি সাবেক ছাত্রদল নেতা ইমরান চৌধুরী-রেজাউল করিম নাচন ও আজিজ গ্রুপের সদস্য এবং ছাত্রদলের জেলা কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ছিলেন।
এ ঘটনায় রাতভর অভিযান চালালেও পুলিশ কাউকে আটক করতে পারেনি এবং মামলাও হয়নি বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এনইউ/এএ