রোববার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘১৫ আগস্ট কালরাত্রি: জাতির দায়বদ্ধতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।
নাসিম বলেন, বিএনপির বন্ধুদের বলবো, ইলেকশন করেন। ইলেকশন না করে কি করবেন বলেন? শর্ত দিয়ে কোনো লাভ হবে না, শর্ত দিয়ে কোনো লাভ হয় না। ৭০ সালে ইয়াহিয়ার অধীনে নির্বাচন হয়েছিল। তখন বঙ্গবন্ধু নির্বাচন করেছিলেন। আর মওলানা ভাসানি বর্জন করে ভুল করেছিলেন। বঙ্গবন্ধু জানতেন নির্বাচন না করলে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের নাম প্রকাশ হবে না। তিনি শর্ত তোয়াক্কা করেননি। বিএনপির বন্ধুরা যদি বাংলাদেশের জনগণকে বিশ্বাস করতে না পারেন তাহলে ভুল করবেন। আমরা জনগণকে বিশ্বাস করি।
বি. চৌধুরী ও ড. কামালের দিকে ইঙ্গিত করে নাসিম বলেন, একবার বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারপরও লজ্জা হয়নি। তারা জাতীয় ঐক্য করবে। কিসের ঐক্য করবে। সব বড় বড় নেতা, সব ডক্টরেট। আমরা রাজনীতির ডক্টরেট। বলতে চাই এসব ঐক্য করে লাভ হবে না। আমরা জনগণের ঐক্য করবো, জনগণের ঐক্যই বড় ঐক্য। যারা ঐক্য করতে চায় তারা দশজন লোক হলে বিশটা গ্রুপ হয়। আমরা এসব ঐক্য ভয় পাই না।
মঞ্চে নাসিমের পাশেই বসা ব্যারিস্টার নাজমুল হুদাকে উদ্দেশ্য করে নাসিম বলেন, যে ৩১ দলের ঐক্য করেছেন এটাই যথেষ্ট। আমাদেরও দরকার নেই। এসব নিয়ে আমরা শঙ্কিত নই। আমরা শঙ্কিত একটা কারণে নির্বাচন সামনে আসছে। মনে রাখবেন এই নির্বাচন অর্থবহ না হওয়া মানে আমাদের সব অর্জন ধ্বংস হয়ে যাবে। এরা ক্ষমতায় এসে আবার হানাহানি শুরু করবে। কেন আমরা ভুল করবো। বড় ভুল করে জ্বালাও-পোড়াও হুজুরদের ভোট দেবেন না।
আমরা খেলতে চাই উল্লেখ করে নাসিম বলেন, মাঠে না খেলে ছাড়বো না। আমরা পাকা খেলোয়াড়। খেলতে চাই। আগামী নির্বাচনে শেখ হাসিনা গোল করবে। গোলে কোনো মিস হবে না। এসময় নাজমুল হুদাকে আবারও বলেন, আপনাদের সঙ্গে নিয়েই খেলবো। হুদা ভাই থাকলে আর কোনো সমস্যা হবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় জোট ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএলডিপির মহাসচিব মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন খান, বিএনএ নেতা মো. মনোয়ার হোসেন, মনিরুজ্জামান স্বাধীন, মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, অধ্যাপক সরদার সেরাজুল করিম, আরিফা আক্তার, মো. কবীর হোসেন, শাহ্ মাশরেকুল হারুন, মো. রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এমএইচ/এসএইচ