যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, নির্বাচন কমিশন (ইসি) ইভিএম কেনার ব্যাপারে তাড়াহুড়ো শুরু করেছে, এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।
যুক্তফ্রন্ট নেতারা বলেন, ইভিএম-এ যান্ত্রিক দুর্বলতার সুযোগে ভোট নিয়ে অনায়াসে কারচুপি করা যায় বলেই বিভিন্ন দেশ এটা বাতিল করেছে। আমরা যুক্তফ্রন্টের তরফ থেকে বিপুল পরিমাণ টাকা খরচ করে ইভিএম সংগ্রহ করা এবং নির্বাচনে তা ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমএইচ/আরআর