বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু/ছবি: বাংলানিউজ
ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দলীয় কর্মকাণ্ডে তৃণমূল থেকে উপজেলা এবং জেলা পর্যায়ে ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের গুরুত্ব দেয়া হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে আগামী নির্বাচনে মাঠ পর্যায় সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে।
শুক্রবার (৩১ আগস্ট) বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ব্যক্তির জন্য নয়, নেতাকর্মীদের দলের জন্য কাজ করতে হবে।
আগামীতে জেলায় ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় গণতান্ত্রিক উপায়ে সম্মেলন করে কমিটি গঠন করা হবে। সব নেতাকর্মীকে দলের জন্য কাজ করতে হবে। যারা দলে থেকে ব্যাক্তির জন্য কাজ করবে তাদের চিহ্নিত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে দলের প্রতীক নৌকার জন্য ভোট চাইতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘন্টা, আগস্ট ৩১, ২০১৮
এমএস/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।