ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্য করে কোনো লাভ নেই: অর্থমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
জাতীয় ঐক্য করে কোনো লাভ নেই: অর্থমন্ত্রী সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বক্তারা। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: জাতীয় ঐক্য করে কোনো লাভ নেই। তাদের কোনো প্রকার জনসমর্থন নেই, জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য  করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

তিনি বলেন, তারা (বিএনপি) সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। এ সরকার জনবান্ধব সরকার, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে এ সরকার।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারাই থাকবেন নির্বাচনকালীন সরকারে। ২০১৪ সালে যেভাবে নির্বাচন হয়েছে, এবারও সেভাবেই হবে। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তাই কারো জন্য বসে থেকে নির্বাচন পেছানো হবে না। যথাসময়েই এ দেশে নির্বাচন হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপি এক সময় বড় দল ছিল। কিন্তু এখন আছে কিনা আমার সন্দেহ আছে। তারা আর আগের মত নেই।  

বাংলাদেশ ফিমেইল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হক, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০,  ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।