সোমবার (১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ খারিজাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন।
গত ২৭ আগস্ট বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তাকে দুই মামলায় ছয় ও সাত সপ্তাহের আগাম জামিন দেন।
হাইকোর্টের আদেশের পর শেখ একেএম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি (আমির খসরু মাহমুদ চৌধুরী) উচ্চ আদালতে এসে ঢাকা ও চট্টগ্রামের পৃথক মামলায় জামিন আবেদন করেছেন। আদালত ঢাকার মামলায় সাত সপ্তাহের ও চট্টগ্রামের মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় এবং ৫ আগস্ট ঢাকায় এই দুই মামলা করা হয়।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি সোমবার খারিজ হয়ে যায়।
আপিলে আমির খসরুর আবেদন কার্যতালিকা থেকে বাদ
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ০১,২০১৮
ইএস/এএ