ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জবি শাখা ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
জবি শাখা ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার বহিষ্কৃত চার নেতার তিনজন।

জবি: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (২ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বহিষ্কৃতরা হলেন জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

 

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান বাংলানিউজকে বলেন, এই সময়ে যারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কখনই ছাত্রদলের নেতা হতে পারে না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
কেডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।