মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালের মতো দেশে জ্বালাও পোড়াও, মানুষ হত্যার মতো বিশৃঙ্খলা না করে নির্বাচনে আসেন জনগণের রায় নেন।
এসময় মন্ত্রী আরও বলেন, ‘সাত দফা কেন চৌদ্দ দফা দিয়েও লাভ নেই। জনগণের রায় নিয়ে আগে ক্ষমতায় আসুন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম ও শহরের চেহারা পাল্টেছে।
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ।
এসময় সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২২৫ কোটি টাকা ব্যয়ে ‘নীলফামারীর চৌরঙ্গী মোড় থেকে সৈয়দপুর ওয়াপদা মোড়’ পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ কাজটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরএ