ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগাম জামিন নিতে বিএনপির শীর্ষ নেতারা হাইকোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
আগাম জামিন নিতে বিএনপির শীর্ষ নেতারা হাইকোর্টে হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের কয়েকজন  আগাম জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর ) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চে তাদের আবেদনের ওপর শুনানি হতে পারে।  

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত রয়েছেন।  

গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা হয়।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।