ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনবিরোধী দানবকে চিরবিদায় করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
‘জনবিরোধী দানবকে চিরবিদায় করতে হবে’ যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী

ঢাকা: বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে একের পর এক ষড়যন্ত্র করছে মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী নেতা-কর্মীদের সর্তক থাকতে বলেছেন। এসময় বিএনপিকে জনবিরোধী ‘দানব’ হিসেবেও আখ্যা দেন তিনি। 

রোববার (০৭ অক্টোবর) বিকেলে মতিঝিল ঈদগাহ মাঠে যুবলীগ আয়োজিত নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

ওমর ফারুক চৌধুরী বলেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে।

অথচ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র পণ্ড হয়ে গেছে।

বিএনপিকে জনবিরোধী দানব হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা, তারেক, ক্ষমতা আর সম্পদ, আওয়ামী লীগ এর রাজনীতি শুধুই জনগণ। বিএনপি হলো জনগণের প্রতিপক্ষ, আগামীতে জনবিরোধী এই দানবকে ভোটের মাধ্যমে চিরবিদায় করতে হবে।  

জনগণের ওপর আস্থা না থাকায় বিএনপি এখন বিদেশী শক্তির কাছে গিয়ে দেন দরবার করছে বলেও মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, কী ষড়যন্ত্র করার জন্য হাসপাতালে ভর্তি হলেন সে ব্যাপারে দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।  

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন এমপি, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি। সভা পরিচালনা করেন দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এদিকে বিকেলে রাজধানীর ডেমরার কাজলা ব্রীজ এলাকায় পৃথক একটি সমাবেশ করেছে যুবলীগ দক্ষিণ।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমইউএম/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।