ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেশবপুরের ত্যাগী নেতাদের পাশে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
কেশবপুরের ত্যাগী নেতাদের পাশে আ’লীগ বক্তব্য রাখছেন শাহিন চাকলাদার

যশোর: দলের ত্যাগী, নির্যাতিত নেতাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। হামলা-মামলা দিয়ে হয়রানিকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন দলের জেলার নেতারা।

রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পাইলট বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে।

এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগ একটি বড় দল।

কোনো ষড়যন্ত্রই ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। যদি নতুন করে কোনো ত্যাগী নেতা-কর্মীর উপর হামলা করা হয় এবং মিথ্যা মামলায় জড়ানো হয়, তার ফল শুভ হবে না।

এসময় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার মিশনে কাজ শুরু করতে বলেন তিনি।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন,
যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজারুল ইসলাম মানিক প্রমুখ।

পরে প্রধান অতিথি শাহিন চাকলাদার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লিফলেট কেশবপুর শহরের বিভিন্ন দোকানে দোকানে বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।