ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের জনগণের ওপর নয়, ঐক্যজোটের আস্থা বিদেশিদের ওপর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
দেশের জনগণের ওপর নয়, ঐক্যজোটের আস্থা বিদেশিদের ওপর দেশের জনগণের ওপর নয়, ঐক্যজোটের আস্থা বিদেশিদের ওপর

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঐক্যজোটের নেতারা জোট গঠন করেই বিদেশে যান, এতে প্রমাণ হয়, দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। তাদের আস্থা হচ্ছে বিদেশিদের ওপর। এজন্য তারা বিদেশিদের কাছে ধর্না দিয়েছেন। 

শুক্রবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

হানিফ বলেন, তারা অপেক্ষা করুক, বিদেশিরা যদি ক্ষমতায় বসিয়ে দেয়! দেশের জনগণ আর কখনও তাদের ক্ষমতায় বসাবে না।

অতএব, ক্ষমতার স্বপ্ন তাদের দেখার দরকার নেই। জনগণ ঐক্যজোটের ওই সমস্ত সন্ত্রাসীদের আর ক্ষমতায় আনবে না। তাদের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক হাসান মেহেদী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।