ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
কুষ্টিয়ায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫  সংঘর্ষে আহতরা ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। 

শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন জহুরুল গ্রুপের সাইদুল ইসলাম (৩০), আমরামুল হক মণ্ডল (৩৪), আব্দুল কুদ্দুস গাজী (৪৮), নজরুল ইসলাম (৬০), নাজমুল ইসলাম (৩৬), ডাবলু (২৪), মজনুর রহমান (৩৫), লিটু (৩৫), জনি (১৭), আব্দুল গাফ্ফার (২৫) এবং আব্দুর রহিম গ্রুপে গোলজার আলী (৫০), জসিম উদ্দিন (৩৮), মঙ্গল আলীসহ (৪৭) প্রায় ২৫ জন।

তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ওরফে জহুরুল ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গ্রুপের বিবাদমান বিরোধের জের ধরে এ সংঘর্ষে ঘটনা ঘটে। আবারো যাতে সংঘর্ষ না হয় সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।