ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মওদুদ ও কামালের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
মওদুদ ও কামালের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মতবিনিময় সভা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মওদুদ আহমদ ও ড. কামাল হোসেনের মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা শোভা পায় না। তারা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছেন।

শনিবার (২০ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো দিন কোনো রাজনীতিবিদ এতো জঘন্য অপরাধীদের পক্ষ সাহস করে নিতে পারেনি।

এমনকি বিএনপি নেতারাও খালেদা জিয়ার যখন সাজা হয়েছে সাজা মাথা পেতে নিয়েছে এবং আদালতে আপিল করেছে। সেই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপিও কিন্তু করেনি, কামাল হোসেনরা করলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।