ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের যৌথ সভা ২৬ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
আওয়ামী লীগের যৌথ সভা ২৬ অক্টোবর

ঢাকা: আগামী ২৬ অক্টোবর (শুক্রবার) যৌথ সভা আহ্বান করেছে আওয়ামী লীগ। ওইদিন সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যৌথ সভার এ তথ্য জানানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যৌথ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় নির্বাচনে দলীয় প্রস্তুতি, দলের মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচনকালীন সরকার, অন্যান্য দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতাসহ নির্বাচনী বিভিন্ন বিষয় এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে ওই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।